এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল ইসলামকে অপহরণ করে মুক্তিপন আদায় করেছে সন্ত্রাসীরা। এঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে।
যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের সচিব মণিরামপুর উপজেলার চালুহাটি গ্রামের আঃ হামিদের পূত্র মিনারুল ইসলাম ২৪ ফেব্রুয়ারী যশোর ক্যান্টনমেন্ট কলেজে এম.বি.এ মাষ্টার্স পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বিকাল ৫ টা ৩০ মিনিটে আরবপুর মোড়ে পৌছানো মাত্র একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে যশোর কোতয়ালী থানায় ভাগলপুর গ্রামের আঃ হাইয়ের ছেলে মোমিনুর রহমান, পুরাতন কসবা কাজীপাড়ার শাহাবুদ্দিনের ছেলে শরীফুল ইসলাম সবুজ ও কাজীপাড়ার মৃত কাজী জহিরুল ইসলামের ছেলে রায়হানুল ইসলাম উপল সশন্ত্র অবস্থায় তাকে মারপিট করে অপহরণ করে। এসময় তারা তার নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে ২০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। রাত অনুমান ৮ টার দিকে মিনারুল ইসলামের বড়ভাই রবিউল ইসলাম বিকাশ একাউন্ট নং- ০১৮৬৭-৫৬৮১৫৬-এ ১০ হাজার টাকা, বিকাশ একাউন্ট নং- ০১৮৩৯-৫৯৪৮৪২-এ ৭ হাজার টাকা প্রদান করে। রাত ১০ টার দিকে নিউ মার্কেট বোর্ড অফিস এলাকায় একটি মোটর গ্যারেজে তাদের সহযোগি আরো অজ্ঞত ২ জন অস্ত্রধারী তার নিকট আরো ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। টাকা না দিলে তাকে হত্যা করে বাওড়ের পানিতে ফেলে দেওয়ার হুমকী প্রদান করে। ঘটনাটি মিনারুল ইসলামের পরিবারের লোকজন যশোর কোতয়ালী থানা পুলিশকে জানালে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত ১২ টার দিকে তাকে উদ্ধার করে এবং মোমিনুর রহমান (৩০) কে আটক করে।