এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন, ভূমি সংস্কার বোর্ড, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৩০ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামর আব্দুস সামাদ।