কেশবপুরে এ্যসিল্যান্ডের বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত

প্রকাশঃ ২০২০-০৬-২৭ - ২০:০৮

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পল্লীতে দুটি বাল্যবিবাহ দেয়ার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের পেশকার ফারুক হোসেন জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়েকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে ভেরচী গ্রামের আব্দুল হালিম-কে ১০ হাজার টাকা ও একই অপরাধে কাস্তা গ্রামের আব্দুর রবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সাথে সাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ে দুটিকে স্বামীর বাড়িতে পাঠাতে পারবেন না বলে তিনি ঐ দুই অভিভাবকদের নিকট থেকে মোচিলকা নেন।
উল্লেখ্য ভেরচী গ্রামের আব্দুল হালিম তার ৯ম শ্রেণীতে পড়ুয়া মেধাবী মেয়ে (১৪) কে তালা উপজেলার আরশনগর গ্রামের সাজ্জাত গাজীর পূত্র বোবা তরিকুল ইসলাম (২২)-এর সাথে বাল্য বিবাহ দেন।
অপরদিকে কাস্তা গ্রামের আব্দুর রব তার অস্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে (১৩) এর সাথে পাটকেলঘাটার মিঠাবাড়ি গ্রামের মানিকের পূত্র আমিনুর রহমান(২১) এর সাথে বাল্যবিবাহ দেন।