কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ২৭ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রদীপ কুমার বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডাঃ আব্দুল বারী, ডাঃ রুমী প্রমুখ।