এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে দেশব্যাপী কর্মসূচীর আওতায় চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন-সহ ৫ দফা দাবীতে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে উপজেলায় কর্মরত সকল ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে ফারিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন কবির হোসেন, আরিফ হোসেন, মলয় কুমার বসু, তৌহিদুল ইসলাম, শরিফুল ইসলাম রকি প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ সরকারী বেতন স্কেল অনুযায়ি ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধান-সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)কে সরকারী ভাবে কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটি-সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান-সহ বিভিন্ন দাবী পেশ করেন।