এস আর সাঈদ, কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির এক জরুরী সভা শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কঠোর লকডাইনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ব্যাবসায়ী নাছির আহম্মেদ, দুলাল সাহা, কার্ত্তিক রায়, আব্দুল আজিজ ছোট, জালাল মোল্যা প্রমুখ। সভায় পৌর সভার মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভার করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন, প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন এবং ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া ভ্যান সহ ইঞ্জিন চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।