এস আর সাঈদ, কেশবপুর : যশোরের কেশবপুরে বাংলাদেশ শিশু একাডেমী ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্যবিবাহ নিরোধ দিবস ১৩ অক্টোবর পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে শিশু সমাবেশ, মানববন্ধন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ লিফলেড বিতরণ, চিত্রাংকন ও দেশাত্ববোধন গানের প্রতিযোগিতা এবং প্রতিবন্ধী, অটিস্টিক, সুবিধা বঞ্চিত ও প্রাক-প্রাথমিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, শিশু একাডেমীর প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু বাপী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু একাডেমীর ইকরামূল ইসলাম।