রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে কপোতাক্ষ আইডিয়াল একাডেমিতে ২০২৫ সালের নবাগত ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ আইডিয়াল একাডেমির আয়োজনে ৭ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ,রোজ মঙ্গলবার এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।কপোতাক্ষ আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় নবাগত ছাত্র ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, ডাঃ জি. এম. মোস্তাফিজুর রহমান (কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক), কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু,কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী প্রমুখ।উক্ত নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে কপোতাক্ষ আইডিয়াল একাডেমির নবাগত ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।