কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ১৩ জনই সুস্থ্য

প্রকাশঃ ২০২০-০৫-৩১ - ১৯:৩১

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে সর্বশেষ আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স আমেনা খাতুন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন ফুলের তোড়া ও ফলমূল দিয়ে করোনা যোদ্ধা সিনিয়র নার্স আমেনা খাতুনকে শুভেচ্ছা জানান। এনিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৩ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৩ জনের মধ্যে কেশবপুর হাসপাতালের দুইজন মেডিকেল অফিসার, দুইজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্যকর্মী, একজন সিনিয়র নার্স, একজন স্টোরকিপার, একজন বাইরের ক্লিনিকের কর্মচারী, একজন শহরের সোলানী ব্যাংক এলাকার যুবক, ধর্মপুর গ্রামের এক গৃহবধূ ও ঈমাননগর গ্রামের একজন মাদ্রাসা ছাত্র।