এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত তরিকুল ইসলাম (২০) নামে এক যুবকের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া তরিকুল ইসলামের করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তার শরীর থেকে সোমবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপজেলার টিটা বাজিতপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে তরিকুল ইসলামকে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, তরিকুল ইসলাম নামে এক রোগীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
এছাড়া এর আগে একই পরিবারের মিলন সিংহ, তার স্ত্রী শিখা সিংহ, ছেলে চন্দন সিংহকে হাসপাতালে ভর্তি করা হলে করোনা সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তারা কেউ করোরা ভাইরাসে আক্রান্ত না বলে জানা গেছে।