এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ৭ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করেছেন।
সোমবার দুপুরে কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম জানান, উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে এপর্যন্ত তিনি ৪ শত কর্মহীনদের মাঝে তাঁর নিজস্ব অর্থায়নে ৪ লাখ টাকা বিতরণ করেছেন। এর মধ্যে ৫২ জন সাংবাদিককেও তিনি ৫২ হাজার টাকা আর্থিক প্রনোদনা প্রদান করেছেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম অদ্যবধি উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে ৩ লাখ টাকা বিতরণ করেছেন।
অপরদিকে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পূত্র সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত তাঁর নিজস্ব তহবিল থেকে সাগরদাঁড়ী ইউনিয়য়নের ভ্যান চালক, নসিমন চালক, মোটর সাইকেল চালক, কমিমন চালক, ইজিবাইক চালক, আলমসাধু চালক, চায়ের দোকানদার-সহ ক্ষুদ্র ব্যাবসায়ী ও দিনমজুর ২৫ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।