কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা স্কাউটর্সের ব্যবস্থাপনায়, যশোর জেলা স্কাউটর্সের সহযোগিতায় এবং খুলনা অঞ্চল স্কাউটর্সের পরিচালনায় কাব স্কাউটিং ইউনিট লিডার ও স্কাউট ইউনিট লিডারদের ওরিয়েন্টেশন কোর্স শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু। অনুষ্ঠানে কাব স্কাউটিং ইউনিট লিডাদের ওরিয়েন্টেশন প্রদান করেন এলটি আঃ রহমান খান, এলটি শামছুন্নাহার, উডব্যাজার মহিদুল ইসলাম, উডব্যাজার গৌতম হালদার ও উডব্যাজার দ্বীন ইসলাম এবং স্কাউট ইউনিট লিডারদের ওরিয়েন্টেশন প্রদান করেন এএলটি শীতল মিত্র, এলটি শফিকুল ইসলাম, এএলটি রজব আলী, উডব্যাজার নূরুল ইসলাম ও উডব্যাজার নূরুল ইসলাম খান।