কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ অব বাংলাদেশের ব্যবস্থাপনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি- ৩২৯ এর নিবন্ধিত ১৪৭ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল দাসের পরিচালনায় শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসাবে ১৪৭ পরিবারের মাঝে পরিবার প্রতি ১৫ কেজি করে চাউল, ২ কেজি করে ডাউল, ৫ কেজি করে আলু, ১ লিটার করে তৈল, ১ কেজি করে পেয়াজ, ১ কেজি করে লবণ, ৩টি করে সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার। বিতরণ কালে উপস্থিত ছিলেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রকল্পের পালক অনুপ বিশ্বাস প্রমুখ।