কেশবপুরে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৬-২৫ - ২১:৪৬

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ অব বাংলাদেশের ব্যবস্থাপনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা বিডি- ৩৪৩ এর নিবন্ধিত ১৮৬ পরিবার ও জাহানপুর বিডি- ৩২৯ এর নিবন্ধিত ১৪৭ পরিবার-সহ মোট ৩৩৩ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গা বিডি- ৩৪৩-এর প্রজিক্ট ম্যানেজার প্রদীপ সিংহের পরিচালনায় বৃহস্পতিবার সকালে ১৮৬ পরিবারের মাঝে পরিবার প্রতি ১৫ কেজি করে চাউল, ২ কেজি করে ডাউল, ১ লিটার করে তৈল, ১ কেজি কলে লবণ, ১ টি করে সাবান, ৫০০ গ্রাম করে ডিটারজেন পাওডার, ৪ পিচ করে শ্যাম্ফু, ১টি করে পেস্ট, ১ টি করে ব্র্যাশ ও ৪টি করে মাস্ক বিতরণ করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ।
অপরদিকে বুধবার দুপুরে জাহানপুর বিডি- ৩২৯ প্রজিক্ট ম্যানেজার উজ্জ্বল দাসের পরিচালনায় ১৪৭ পরিবারের মাঝে পরিবার প্রতি সাড়ে ৬ কেজি করে চাউল, ১ কেজি করে ডাউল, ৪টি করে ম্যাচ বক্স, ১টি করে সাবান, ১টি করে পেস্ট, ১টি করে ব্রাশ, ১ প্যাক করে ডিটারজেন পাওডার, ৪টি করে মাস্ক, ১০ টি করে শ্যাম্ফু ও ৩ টি করে খাতা বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও প্রকল্পের এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস।