এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে রবিবার দুপুরে রবি ও খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সরিষা, ভুট্টা, বিটি বেগুন, মুগ ও তীলের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ৯৫৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যের বীজ ও সার বিতরন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ- পরিচালক কাজী হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন ভূট্টা, ৬৫০ জনকে সরিষা, ১০০ জনকে মুগ, ১০০ জনকে তিল ও ৩ জন বিটি বেগুন চাষীর প্রত্যেকের ২০ কেজী করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও বীজ প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক একই মঞ্চে সপ্তাহ ব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন।