কেশবপুরে কৃষকের ধান কেটে সহযোগিতা করল কৃষকলীগ

প্রকাশঃ ২০২১-০৪-২৭ - ১৮:০১
রাজীব চৌধুরী, কেশবপুরঃ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার যশোর জেলার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের মুকুন্দ চন্দ্র দাসের ৮৮ শতক  জমির পাকা ধান কেটে দিয়ে সহযোগিতা করল কেশবপুর  উপজেলা কৃষকলীগ।কৃষকের ধান কেটে সহযোগিতা করার সময় উপস্থিত ছিলেন যশোর জেলার কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত,পৌর কৃষক লীগের  সহ-সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক,যুগ্ম সাধারণ  সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী, সাতবাড়িয়া  ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জি. এম. হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক  নওশের আলী।আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা , পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।এ সময়  যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন কৃষকের পাশে থেকে ধান কাটা থেকে  মাড়াই করা সহ সব ধরনের কাজে সহায়তা  করার জন্য প্রস্তুত রয়েছি।কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান কৃষকদের আহ্বান জানান কৃষি সম্পর্কিত যেকোনো সমস্যায় কেশবপুর উপজেলা কৃষক লীগসহ স্থানীয় কৃৃৃষক লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য। কেশবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত বলেন, কেশবপুর  উপজেলার যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষক লীগের নেতৃবৃন্দ ধান কেটে দিয়ে সহযোগিতা করবে।