এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে সরকারী খাদ্য গুদামে ২০১৭-১৮ অর্থ বছরে আমন মৌসুমে চাউল ক্রয় বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে। প্রতিকেজি ৩৯ টাকা দরে ৩২৬ টন আমন চাউল ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা অভিষেক বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস, উপ-সহকারী খাদ্য পরিদর্শক রুহুল আমিন, মিল মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বিশ্বাস ওহেদুজ্জামান, বিষ্ণুপদ দাস প্রমুখ।