এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরের বসুন্তিয়া গ্রামে উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতায় নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক অরিয়েন্টেশন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতায় নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক অরিয়েন্টেশন প্রদান করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হোসনে আরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক এস এম কোরবান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসপ্রাপ্ত শিক্ষক এস এম শফিকুল ইসলাম, উন্নয়ন সংস্থার কর্মী জাহিদুল ইসলাম, নাইমুর রহমান, কবির হোসেন, প্রিয়াঙ্কা সরকার, নিপা সরকার প্রমুখ।