এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আয়োজনে প্লাসেন্টা শিশু শিক্ষা কেন্দ্রে চারুকলা বিদ্যা নিকেতনের উদ্বোধন করা হয়েছে। খেলাঘর আসরের জেলা শাখার সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও শিক্ষক মনোজ হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সোমবার সন্ধ্যায় চারুকলা বিদ্যা নিকেতনের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, সদস্য সচিব সৈয়দ আকমল আলী প্রমুখ।