কেশবপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর পুজা মন্দির পরিদর্শন

প্রকাশঃ ২০২১-১০-১৪ - ১৪:৪৪

রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বাসির পরিচিত মুখ শামছুন নাহার লিলি।তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব দফাদারের কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম গাজীর স্ত্রী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান দফাদারের বোন।তিনি আগে থেকেই প্রচার প্রচারণায় লেগে পড়েছেন। তিনি ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রত্যেকটি পুজা মন্দির পরিদর্শন করেন এবং নগদ অনুদান প্রদান করেন। জাহানপুর দক্ষিণ দাস পাড়া পুজা মন্দির পরিদর্শনে গেলে সকলে তাকে ফুলের মালা দিয়ে শুভ কামনা জানান।পুজা পরিদর্শন করাকালীন সময়ে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে ইউনিয়ন বাসির সেবায় নিজেকে নিয়োজিত রাখিব।আর যদি মনোনয়ন না দেয় তাহলে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে মানে নৌক প্রতীকের পক্ষে কাজ করবো এবং ইউনিয়ন বাসির জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করবো। পুজা পরিদর্শন করাকালীন সময়ে তার সাথে ছিলেন সাতবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান দফাদার সহ আরো অনেকে।