রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জি. এম. হোসেন শনিবার সকালে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নিজস্ব অর্থায়নে কেরাম বোর্ড ও ফুটবল বিতরণ করেন। ইতিপূর্বে তিনি সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জি. এম. হেসেন বলেন মাদকমুক্ত সমাজ গড়তে ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক প্রফুল্লতার জন্য এই ক্রীড়া সামগ্রী বিতরণের ধারা অব্যাহত থাকবে।ক্রীড়া সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআমজেদ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান সহ প্রমুখ।