এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক ছাত্রনেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। কেশবপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন ও উপ-পরিদর্শক ফকির ফেরদৌস হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার হাবাসপোল এলাকার আবুল হোসেনের ছেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের জিয়া হলের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিন্টুকে(৩৮) বুধবার সকালে কেশবপুর শহর থেকে গ্রেফতার করে। অপর দিকে মঙ্গলবার রাতে পৌর ছাত্রদলের সমর্থক বায়সা এলাকার আবদুল আজিজ গাজীর ছেলে সাইফুল্লাহ ওরফে সাইফুল গাজী(২৫) ও একই এলাকার ইজাজুল কারিকারের ছেলে ইকরামুল হোসেনকে(২৩) পৌর এলাকার থেকে গ্রেফতার করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।