এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে ৪র্থ দিন শুক্রবার ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলার কাটাখালি মাছ বাজারে ফরমালিন বিরোধি অভিযান, মাছের ওজন, আড়তদারের লাইসেন্স, পরিচ্ছন্নতা ও মাছের গুণাগত মান পরীক্ষা করা হয়। এসময় ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন। উপস্থিত উপজেলা মৎস্য অফিসার এম এম আলমগীর কবীর জানান, কাটাখালি বাজারে প্রতিদিন গড়ে ১০ লাখ টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়। মোবাইল কোর্টে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।