এস আর সাঈদ, কেশবপুর : যশোরের কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মৎস্য অফিসার এস এম আলমগীর কবীর। উদ্বোধনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে উপজেলা ব্যাপী প্রচারকার্য পরিচালনা করা হয়।