এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর জেলা পরিষদের উদ্যোগে কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকালে কেশবপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলার সভাকক্ষে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৪৩ পরিবারের মাঝে চাউল, ডাউল, তৈল, চিনি, চিড়া, সোলা, সাবান ও লবণ বিতরণ করেন যশোর জেলা পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হাসান সাদেক।
অপরদিকে যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী প্রদানের জন্য গত ৪ মে উপজেলা পরিষদের ত্রাণ তহবিলে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছিলেন।