কেশবপুরে ডিগ্রী কলেজ মাঠে বাজার উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০৪-১৫ - ২১:৪০

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব রক্ষা করে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে তরকারী, মাছ ও মাংস বাজার উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল ৬ টা হতে বেলা ১১ টা পর্যন্ত উক্ত বাজার বসবে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে বুধবার সকাল ৭ টায় প্রধান অতিথি হিসাবে উক্ত বাজার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার রিজিবুল ইসলাম প্রমুখ।