কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে উপজেলা পর্যায়ে তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার উপজেলার বিআরডিবি হলরুমে সম্পন্ন হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে এবং এসেসিয়েশন ফর রাইটস এন্ড পিচের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষেণের সমাপনী অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। ৩দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র প্রশিক্ষক রবীন্দ্রনাথ ব্যানার্জী ও প্রশিক্ষক মনিরুজ্জামান। উপজেলা পর্যায়ে ৩০ জন তৃণমূল নারী উদ্যোক্তা উক্ত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন।