এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্স্টিটিউশন এবং আবুশারাফ সাদেক কারিগরি ও বানিজ্য মহাবিদ্যালয়ের ৩৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৬ অক্টোবর মধুসূদন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগীতায় ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’ এর ব্যবস্থাপনায় বাস্তবায়িত মধুসূদন শিক্ষা সহায়ক কর্মসূচির আওতায় এই মধুসূদন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মুনছুর আলীর পরিচালনায় কেশবপুর সমাধানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন আবুশারাফ সাদেক কারিগরি ও বানিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্যামল কুমার ঘোষ, সমাধান এর উপ-পরিচালক (কর্মসূচি) আবু জাফর মাতুব্বর, উপ-পরিচালক (ফিন্যান্স) শাহাদাৎ হোসেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধে রাসেল হোসেন, তাসলিমা খাতুন, মনিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, সভায় মধুসূদন শিক্ষাবৃত্তির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়।