এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুরে পরিবর্তিত জলবায়ুতে সমন্বিত ব্লাস্ট রোগ দমন ব্যবস্থাপনার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ধানের ব্লাস্ট রোগ পরিচিতি এবং দমন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে কৃষি মন্ত্রানলয়ের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আযোজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক হাবিবুর রহমান, যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ আশিক ইকবাল খান, সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোঃ ইব্রাহীম ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোনতাসির আহম্মেদ। এলাকার কৃষক, কীটনাশক ডিলার ও কৃষি সম্প্রসারণ কর্মীরা কর্মশালায় অংশ নেন।