এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে নারীদের কাজের মুজরী বৈষম্য কমানোর লক্ষে এক মতবিনিময় সভা রবিবার দিনব্যাপী ঢাকা আহছানিয়া মিশনের এসডিসি সমষ্টি প্রকল্পের আয়োজনে ও কেয়ার বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক সিকদারের সভাপতিত্বে সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার শাহানা মোস্তাকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিসি সমষ্টি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, পল্লী উন্নয়ন অফিসার শামছুর রহমান ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস। বক্তব্য রাখেন ডাঃ জুলফিকার আলী, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মিজানুর রহমান, আফরোজা সুলতানা, নারী উদ্যোক্তা বিলকিস আরা বিলি, এনজিও কর্মী মেহেদী হাসান, নারগিস আক্তার ঝুমুর প্রমুখ।