এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুরে উত্তরণ মহিলা সমিতির আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক উঠান বৈঠক বৃহস্পতিবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ মহিলা সমিতির সভাপতি ডলি ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক বিলকিস আরা বিলির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরণ মহিলা সমিতির কোষাধ্যক্ষ আজিজুন নাহার, শারমিন আক্তার, রেবেকা বেগম, লিপি খাতুন, আসমা বেগম, নাজমা ইসলাম, সুফিয়া প্রমুখ।