রাজীব চৌধুরী, কেশবপুরঃ ‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে ২২ শে অক্টোবর২০২২ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে অক্টোবর২০২২খ্রিঃশনিবার কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃরবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃহারুনার রশীদ বুলবুল।এছাড়া বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কেশবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত,নিরাপদসড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃআশরাফুজ্জামান,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ,কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার,ওয়াড ফাউন্ডেশন কেশবপুরের পরিচালক সৈয়দ আকমল আলী, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃশরিফুল ইসলাম প্রমুখ।অপরদিকে নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আয়োজনেও কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।