এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে পৌর মেয়র রফিকুল ইসলাম রবিবার সকালে গণসংযোগ করেছেন। উপজেলার বালিয়াডাঙ্গা ও খতিয়াখালী গ্রামে গণসংযোগ কালে পৌর মেয়র রফিকুল ইসলাম আগামী ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপশি উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সাথে সাথে তিনি ১৪ জুলাই সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে পৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।