কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন পত্রিকা বিক্রেতাদের মাঝে বৃহস্পতিবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ তাঁর নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন পত্রিকা বিক্রেতাদের মাঝে চাউল, ডাউল, আলু, পেয়াজ-সহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উক্ত খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনি, দপ্তর সম্পাদক নাজমূল হাসান, সদস্য অলোক মন্ডল প্রমুখ।