রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুরে “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা”এর উদ্যোগে এবং মানবিক ছোট্ট শিশুবন্ধু তানভীর এর সহযোগিতায় রবিবার সকাল ১০ টায় প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ জন দুঃস্থ অসহায় মেধাবী পথ শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ মোড়ল, সংগঠক মোঃ রাকিবুল হাসান বাবু, সোহাগ হোসেন প্রমুখ। “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” কার্যক্রম দেখে মানবিক ছোট্ট শিশুবন্ধু তানভীর তার অনুভূতি প্রকাশ করে দুঃস্থ অসহায় মেধাবী পথ শিশুদের সাহায্যের মাধ্যমে। “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, মানবিক ছোট্ট শিশুবন্ধু তানভীরের সহযোগিতার মাধ্যমে দুঃস্থ অসহায় মেধাবী পথ শিশুদের পাশে দাঁড়াবার কাজটি এক নজির বিহীন ঘটনা । বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এই সংস্থার কার্যক্রম সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। শিশু স্বাস্থ্য, শিশু শিক্ষা, শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধসহ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ইতিমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছেন। দুঃস্থ শিশুদের শিক্ষার উন্নয়ন ঘটাতে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।