কেশবপুরে পশুহাট দখলের চেষ্টায় আটক ৩

প্রকাশঃ ২০২১-০৪-১৭ - ২০:৪৯

রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়ায় অবস্থিত পশুহাট দখলের চেষ্টা করার সময় কেশবপুর থানা পুলিশের হাতে ৩ জন আটক হয়েছে। শনিবার লিটন গাজীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ওই পশুহাট দখল করতে যায়। এসময় গ্রামবাসী ও বহিরাগত সন্ত্রাসীরা মুখোমুখি অবস্থানের খবর পেয়েই ঘটনাস্থলে কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে পশুহাট দখলের চেষ্টা প্রতিহত করেন। এসময় কেশবপুর পৌরসভার রামচন্দ্রপুর গ্রামের লিটন গাজী লিটন গাজী, সাতবাড়িয়া গ্রামের সাবেক মেম্বর মোহাম্মদ আলী ও সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহকে আটক এবং বহিরাগত সন্ত্রাসীদের ১১ টি মটর সাইকেল জব্দ করেন। স্থানীয় গরু-ছাগল পালনকারীদের সুবিধার্থে ২০১৮ সালে সাতবাড়িয়া বাজারের পূর্ব প্রান্তে একটি পশুহাট প্রতিষ্ঠা করা হয়। হাট বসানোর সরকারি শর্ত মেনে স্থানীয় বাসিন্দারা সরকারের নামে ২১ শতক জমি দান করেন। পরবর্তীতে আরও দেড় বিঘা জমি বর্গা নিয়ে হাটটি পরিচালিত হয়ে আসছে। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এখানে পশু হাট বসে। এ পশু হাটে আশপাশের ২০-৩০ গ্রামের মানুষের গরু-ছাগল বেচাকেনা করেন। প্রতিহাটে আনুমানিক শতাধিক গরু ও ৫০ থেকে ৬০টি ছাগল বিক্রি হয়।পশু হাটটি এখনো সরকারি ইজারাভুক্ত না হওয়ায় জমিদাতা ও স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের নিয়ে গঠিত পশুহাট কমিটি পশুহাটটি পরিচালনা করে আসছিলেন। এরইমধ্যে ২০১৯ সালে হাটটি সরকারি ইজারাভুক্ত ডাকে আসার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে কাগজপত্র জমা দেয়া হয়। তবে এখনো সরকারি ইজারা দেওয়া হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন। গত ৮ এপ্রিল কেশবপুর পৌরসভার রামচন্দ্রপুর এলাকার লিটন গাজী ২৮ হাজার ৭০০ টাকায় সাতবাড়িয়া বাজারের পশ্চিম প্রান্তের হাটচান্নির কাঁচা তরকারি ও মাছ বাজার ইজারা পান। সাতবাড়িয়া কাঁচা বাজারের সাথে পশু হাটের কোন সম্পর্ক না থাকার পরও ১৭ ই এপ্রিল শনিবার লিটন গাজী স্থানীয় একটি কুচক্রি মহলকে ম্যানেজ করে ৪০-৫০ জন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সাতবাড়িয়া বাজার থেকে আধা কিলোমিটার দূরে পশুহাট দখলের চেষ্টা করে। এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মী একত্রিত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা তৈরি হয়। এসময় কেশবপুর থানার ওসি জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ০৩ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে যায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, বহিরাগত সন্ত্রাসীরা ও এলাকাবাসীর মধ্যে পশুহাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের আশাংকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে বহিরাগত সন্ত্রাসীদের ফেলে রাখা ১১টি মোটরসাইকেল জব্দ এবং ঘটনায় জড়িত উভয়পক্ষের ০৩ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।