কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলাস্থ পাশাপোল শ্মশানের সংস্কার ও উন্নয়নের লক্ষে পাশাপোল শ্মশান পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের গোহাটায় রঞ্জন দাসের সভাপতিত্বে ও শ্যামুয়েল দাসের পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কপোতাক্ষ মহিলা সংস্থার পরিচালক সুফিয়া পারভীন, অসীম দাস, বিশ্বনাথ দাস, মান্দার দাস, অসীম সরকার, নিত্যানন্দ দাস প্রমুখ। সভায় বাজিতপুরের মহিন্দ্র দাসকে আহ্বায়ক, কোমরপোলের রঞ্জন দাস ও মূলগ্রামের উত্তম দাসকে যুগ্ম-আহ্বায়ক নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট পাশাপোল শ্মশান পরিচালনা কমিটি গঠন করা হয়।