রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বৈদ্যনাথ কুণ্ডুর ছেলে ত্রিমোহিনী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুন্ডুর প্রায় আড়াই লক্ষ টাকা দামের দুইটি গর্ভবতী ফ্রিজিয়ান জাতের চুরি হওয়া গাভী পুলিশ ও স্থানীয় জনগনের চেষ্টায় উদ্ধার হয়েছে। স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানাযায় বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে সুজিত কুন্ডুর গরু দুটি চুরি হয়। রাতে বাহিরে এসে গোয়ালে গরু না পেয়ে গরুর মালিক সুজিত কুণ্ডু ভালুকঘর পুলিশ ক্যাম্পে ফোন দেয়। ফোন পাবার সাথে সাথে ভালুকঘর পুলিশ ক্যাম্পের এ এস আই রিপন হালদার সঙ্গীয় পুলিশ সহ স্থানীয় লোকজন সাথে নিয়ে আশপাশের গ্রাম সহ সোনাতলা ও শাহাপুর বিল ঘিরে ফেলে । একপর্যায়ে চোরেরা চুরিতে ব্যর্থ হয়ে রাত আনুমানিক চারটার দিকে ত্রিমোহিনী টু চিংড়া সড়কের সোনাতলা বিলের মাঠের মধ্যে গরু দুইটি ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
উপরোক্ত বিষয়ে জানতে চাইলে ভালুকঘর পুলিশ ক্যাম্পের এ এস আই রিপন হালদার বলেন পুলিশের পাশাপাশি স্থানীয় মেম্বর ইলিয়াস সবুজ সহ এলাকাবাসী আমাদেরকে সহায়তা করেছে বলে চুরি হওয়া গরু উদ্ধার করা সহজ হয়েছে।