রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুরে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় ২৯ শে সেপ্টেম্বর ২০২০ খ্রিঃমঙ্গলবার কেশবপুরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে।ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্ভোধন করেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। ত্রি-বার্ষিক কাউন্সিল দুই পর্বের অধিবেশনের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম পর্বের অধিবেশন শুরু হয় জাতীয় পতাকা ও আওয়ামীলীগের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।ত্রি-বার্ষিক কাউন্সিলে পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্রের সভাপতিত্বে ও কার্তিক চন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব শাহীন চাকলাদার।প্রধান বক্তার বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। সন্মানিত অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল মজিদ, যশোর জেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু।আরও বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এইচ এম আমির হোসেন,কেশবপুরের পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।দ্বিতীয় পর্বের অধিবেশনে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন পৌর আওয়ামীলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। উপস্হিত পৌর আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকদের কন্ঠ ভোটের মধ্য দিয়ে মেয়র রফিকুল ইসলামকে পৌর আওয়ামীলীগের সভাপতি ও কার্ত্তিক চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।