এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে রোসি বি (Roshi BI) নামক ফেসবুক আইডিতে সম্মান হানিকর পোস্ট করা হয়েছে। এঘটনায় পৌর মেয়র রফিকুল ইসলাম কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ১২৭, তারিখ ০৩-০৬-২০২০।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, গত ২ জুন দিবাগত রাত ২ টা ২৭ মিনিটে রোসি বি (Roshi BI) নামক একটি ফেসবুক আইডিতে পৌর মেয়র রফিকুল ইসলামে ছবি এডিট করে সম্মান হানিকর একটি পোস্ট করে। যা পরবর্তীতে পৌর মেয়র রফিকুল ইসালের দৃষ্টি গোচর হয়। এব্যাপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোসি বি (জড়ংযর ইও) নামক ফেসবুক আইডির বিরুদ্ধে পৌর মেয়র রফিকুল ইসালাম ৩ জুন কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ১২৭।
এদিকে পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে রোসি বি (Roshi BI) নামক ফেসবুক আইডিতে সম্মান হানিকর পোস্ট করায় আওয়ামী লীগ, যুবলীগ, পৌর কাউন্সিলর-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।