কেশবপুরে প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা  

প্রকাশঃ ২০১৮-০২-১৫ - ১৯:৪৯

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে প্রজনন স্বাস্থ্য অধিকার  ও মনস্তাত্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দিনব্যাপী দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও মেডিকেল অফিসার ডাঃ পলাশ কুমার দে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের সঞ্জয় চক্রবর্তী, গোলাম ফারুক, সায়েরা বেগম, অভিভাবক উমা দাস, কিশোরী ক্লাবের বিন্দা দাস, কিশোর ক্লাবের চৈতন্য দাস,  দলিত হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর নাসিমা খাতুন, প্রহলাদ দাস, অপর্ণা রানী দাস, রুমিচা খাতুন প্রমুখ।