কেশবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১

প্রকাশঃ ২০২০-০৬-১৭ - ২০:৪২

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে গরু-ছাগল দিয়ে ফসল নষ্টকরতে নিষেধ করায় জমির মালিকের উপর হামলা হয়েছে। মারাত্নক আহতাবস্থায় জমির মালিক আব্দুর রহিম মোড়ল (৬৫)-কে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগে জানাগেছে, পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের মৃত জামির মোড়লের পূত্র আব্দুর রহিম মোড়লের দেড়বিঘা জমিতে রোপনকৃত ধান প্রতিবেশি বড় খোকনের ছেলে জুবায়ের হোসেন, নুর হাসান ও মেহেদী হাসান, মৃত ইদ্রিস আলীর ছেলে নাছিমুল গনি, অলিউল আলম ও বড় খোকন এবং অলিউল আলমের ছেলে নাজমুল হোসেন ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন সময়ে তাদের গরু-ছাগল দিয়ে নষ্ট করে দেয়। ১৬ জুন বিকালে আব্দুর রহিম মোড়ল তাদেরকে গরু-ছাগল বেধে রাখতে বলায় তারা ক্ষীপ্ত হয়ে লোহার রড, বাঁশের লাঠি ও সুচালো তে-কালা-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১৬ জুন বিকাল সাড়ে ৫ টার দিকে আব্দুর রহিম মোড়লের বাড়িতে অনধিকার প্রবেশ করে তার উপর হামলা চালায়। হামলাকারীরা সুচালো তে-কালা দিয়ে হত্যার উদ্দেশ্যে আব্দুর রহিম মোড়লে মাথায় আঘাত করলে তিনি মারাত্নক আহত হন। মারাত্নক আহতাবস্থায় আব্দুর রহিম মোড়ল (৬৫)-কে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহিম মোড়লের পূত্র হাফিজুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, অভিযোগটি পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।