এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মুখে সামাজিক দূরত্ব রক্ষা করে বৃহস্পতিবার সকালে সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৫ শত টাকা করে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। বিতরণকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন ও সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।