কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে মোবাইল ফোনে হুমকী দেওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে গত ৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে ০১৯৮০-০৬৪০৩৮ নং মোবাইল ফোন থেকে অকথ্য ভাষায় গালিগালাজ-সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে। এব্যাপারে রেজাউল করিম জিবনের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় একটি জিডি করেন যার নং ৩২৯, তারিখ ০৯-০৪-২০১৮।