কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের বায়সা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক উৎপল কুমার রায় চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামূল হক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, বিআরডিবি কর্মকর্তা হংসপতি বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশীদ, মজিদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান ও চারুপীট আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত শিল্পিদের পরিবেষণায় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক কামরুল ইসলাম।