কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন উপকরণ বিতরণ

প্রকাশঃ ২০২০-০৬-১১ - ২১:১১

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “দরিদ্র বিমোচন ও সেনিটেশন মান উন্নয়নের লক্ষে প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন” প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকালে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন উপকরণ বিতরণ করা হয়েছে। সংস্থার সভাপতি অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সমাজ কর্মী মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় সংস্থার কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে প্রান্তিক জনগোষ্ঠির ১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন উপকরণ বিতরণ করেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক বাবর আলী গোলদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য শম্ভুনাথ বসু, প্রভাষক তাপস মজুমদার ও সমাজসেবক প্রণব মন্ডল।