এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ফল বিক্রেতার পৈত্রিক সম্পত্তি জবর দখল করে গৃহনির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বাঁধা প্রদান করায় দখলদারদের হামলায় ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কেশবপুর থানায় এজাহার সূত্রে জানাগেছে, দিকে উপজেলা সুজাপুর গ্রামের মৃত কওছার আলী মোড়লের ছেলে ফল বিক্রেতা রুস্তম আলী মিন্টুর সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিবেশী আব্দুস সামাদ মোড়লের ছেলে আব্দুল গণির সাথে দীর্ঘদিন বিরোধ সহ আদালতে মামলা চলছিল। তারই জের ধরে রবিবার সকাল ৮ টার দিকে জোরপূর্বক প্রতিবেশী আব্দুস সামাদ মোড়লের ছেলে আব্দুল গণি, আজগার আলীর ছেলে মনিরুল ইসলাম, আতারুল ইসলাম, মুবারেক মোড়লের ছেলে আজগর আলী, ভোলাই বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ, আনছার আলীর ছেলে মোস্তাক হোসেন, আখের আলীর ছেলে নজরুল ইসলাম নজু, কুদ্দুসের স্ত্রী তাসলিমা বেগম ও বছির হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দখলবাজরা ফল বিক্রেতা রুস্তম আলী মিন্টুর জমি দখল করে ঘর নির্মাণ করে। বাঁধা দেওয়ায় দখলবাজরা আতিয়ার রহমান (৩২), শহিদুল ইসলাম (৪০), জজ আলী (৫৫), আলমগীর হোসেন (২৫), নাজমূল হাসান (১৬) ও নাজমা বেগম (২৫) কে পিটিয়ে আহত করে। হামলাকারীরা এসময় নাজমা বেগমের গলা থেকে ২৫ হাজার টাকা মূল্যের সোনার চেইন ছিনিয়ে নেয়। মারাতœক আহতাবস্থায় আহতদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে রুস্তম আলী মিন্টু বাদি হয়ে ৯ জনের নামে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ জানান, এজাহার পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে