কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে বাল্য বিবাহ পরিস্থিতি অবহিতকরণের উদ্দেশ্যে রবিবার দিনব্যাপী দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে এক সংবাদ সম্মেলন প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নামজিন নাহার তার বক্তব্যে সম্প্রতিকালে উপজেলাব্যাপী বাল্যবিবাহ বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসন, সাংবাদিক-সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এসময় বাল্যবিবাহ রোধ কল্পে মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মিলন দে, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সমাজকল্যাণ সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, নির্বাহী সদস্য উদয় শংকর সিংহ, সদস্য আলমগীর হোসেন, কে.এম মিজানুর রহমান, হারুনার রশিদ বুলবুল, আতিয়ার রহমান, জাকির হোসেন সবুজ, আবুল বাসার প্রমুখ।