কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুভাংকর বিশ্বাস প্রমুখ।