যশোর অফিস : যশোর জেলার কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদর্শন করে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।